অনিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে? সাধারণত বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো ধরণের পূর্বনির্ধারিত পাঠ্যসূচি ছাড়াই ছাত্রছাত্রীরা যে বিশেষ প্রকার
অনিয়ন্ত্রিত শিক্ষা (Informal Education): সাধারণত বিদ্যালয়ের নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে কোনো ধরণের পূর্বনির্ধারিত পাঠ্যসূচি ছাড়াই ছাত্রছাত্রীরা যে বিশেষ প্রকার শিক্ষালাভ করে, তাকে অনিয়ন্ত্রিত শিক্ষা বলে।
বিশিষ্ট শিক্ষাবিদ কুম্বস-এর মতে অনিয়ন্ত্রিত শিক্ষা হল সেই শিক্ষা যা স্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিত উপায়ে জীবনের বিভিন্ন ধাপে যেকোনো সময়ে আসতে পারে।
শিক্ষাবিদ জে পি নায়েক - এর মতে সমাজ জীবনে বেড়ে ওঠার সাথে সাথে যা-কিছু শেখা যায়, তাই হল অনিয়ন্ত্রিত শিক্ষা।
বিশিষ্ট শিক্ষাবিদ কুম্বস-এর মতে অনিয়ন্ত্রিত শিক্ষা হল সেই শিক্ষা যা স্বাভাবিকভাবে অনিয়ন্ত্রিত উপায়ে জীবনের বিভিন্ন ধাপে যেকোনো সময়ে আসতে পারে।
শিক্ষাবিদ জে পি নায়েক - এর মতে সমাজ জীবনে বেড়ে ওঠার সাথে সাথে যা-কিছু শেখা যায়, তাই হল অনিয়ন্ত্রিত শিক্ষা।
COMMENTS